Khoborerchokh logo

ফেস্টুন এবং পাতি নেতারাও আমেরিকায় গিয়ে গাড়ি কিনেছে,বাড়ি করেছে:কাদের মির্জা 251 0

Khoborerchokh logo

ছবি:আবদুল কাদের মির্জা

নিজেস্ব প্রতিবেদক:
বুধবার সকাল ৮টায় তার নির্বাচনী অফিসে লাইভ ভিডিওতে ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভায় মেয়রপ্রার্থী মির্জা আবদুল কাদের বলেছেন, আমাদের পাতি নেতারা পর্যন্ত আমেরিকায় গিয়ে গাড়ি কিনেছে, বাড়ি করেছে।সেখানে গিয়ে মাদক,নারী ও ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে পড়ছেন।কাদের মির্জা বলেন,সামান্য বাংলা মদ খেলে আমরা তাদের (মাদকসেবী) পিটাই,জেলে দিই। আর এমপিদের মদের আসরে গিয়ে পুলিশ স্যালুট মারে।পাহারা দেয় ।আসন্ন পৌর মেয়র নির্বাচনে আমি মানুষের শতভাগ সাড়া পাচ্ছি।ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।এখন আমার চেষ্টা হবে যেন কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, আমার জনগণের রক্ত ঝরাতে না পারে।  
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন,ভোটাররা ভোট দেবেন। ভোটের দিন বাইরে কোনো অনিয়ম ঘটলে পুলিশ,প্রশাসন, ডিসি, নির্বাচন অফিসারকে জবাব দিতে হবে।বসুরহাটের জনতা জবাব নিয়ে ছাড়বে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com